প্রাইমারি টিচার্স ট্রেনিং ইন্সটিটিউট (পিটিআই), রাঙ্গামাটি ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত হয়। এ পিটিআইটি রাঙ্গামাটি জেলার রাজবন বিহারের নিকটে অবস্থিত। এ পিটিআইতে মোট জমির পরিমাণ ৪ একর। পিটিআই প্রতিষ্ঠার পর এ পিটিআইতে রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলার শিক্ষকগণ প্রশিক্ষণ গ্রহণ করতেন। বর্তমানে এ পিটিআই-এর ক্যাচমেন্ট এলাকা হচ্ছে রাঙ্গামাটি জেলার ১০টি উপজেলা। পিটিআইটি মনোরোম পরিবেশে অবস্থিত। পিটিআই জগতে সাংস্কৃতিক অঙ্গনে এ পিটিআই উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আসছে। এ পিটিআইতে গত ২০১৬ সাল থেকে সি-ইন-এড প্রশিক্ষণের পরিবর্তে ডিপ্লোমা-ইন-প্রাইমারি এডুকেশন (ডিপিএড) কোর্স চালু হয়েছে এবং বর্তমানে তা চালু আছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস