Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই), রাঙ্গামাটি


কীভাবে যাবেন


রাঙ্গামাটি জেলা শহরের প্রবেশপথ রাঙ্গামাটি সরকারি কলেজ-এর পার্শ্বে রাঙ্গামাটি পিটিআই অবস্থিত। রাঙ্গামাটি  সরকারি কলেজের পাশ দিয়ে গমনকারী রাস্তায় সামনে অগ্রগামী হয়ে রাঙ্গামাটি টিটিসি পাওয়া যাবে। টিটিসি অতিক্রম করে ম্যাজস্ট্রেট কলোনী পার হয়ে বাম দিকের রাস্তা দিয়ে প্রায় ৩০০ মিটার সামনে রাঙ্গামাটি পিটিআই অবস্থিত। মূলতঃ রাঙ্গামাটি পিটিআইটি ঐতিহাসিক রাজবন বিহারের পার্শ্বে অবস্থিত। পিটিআইটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রায় চার কিমি দূরে অবস্থিত। রাঙ্গামাটি জেলার মূল রাস্তা থেকে প্রায় এক কিমি ভিতরে পিটিআইটি অবস্থিত। মূল রাস্তা থেকে পাঁয়ে হেটে অথবা সিএনজির মাধ্যমে এ পিটিআইতে আসতে হয়ে।